র্যালিতে বরেণ্য শিক্ষাবিদ, প্রাক্তন ও বতর্মান শিক্ষার্থী, জনপ্রতিনিধি, প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য র্যালি শেষে বেলুন উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ফেনী পৌরসভার কাউন্সিলর সাইফুর রহমান সাইফুরের সভাপতিত্বে স্কুল মাঠে আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সাউথইস্ট ব্যাংকের ব্যস্থাপনা পরিচালক এম কামাল হোসেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল করিম মজুমদার।
বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী ও উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক শহীদ খোন্দকার ও সহকারী প্রধান শিক্ষক মমিনুল হকের সঞ্চালনায় অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন-ফেনী জজ কোর্টের পিপি আহাফেজ আহম্মদ, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোশারফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক গোলাম মো. ভূইঁয়া।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব ও স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ফেনী পৌর বিএনপির সভাপতি ও সাবেক ছাত্র আলাল উদ্দিন আলাল প্রমুখ।
বর্ণাঢ্য এ মিলনমেলায় বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন। বিকেলে ‘শিরোনামহীন’ ব্যান্ডসহ জাতীয় একাধিক শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
এসএইচডি/আরআর