শনিবার (৯ মার্চ) বিকেলে উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের মুরইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দুপচাচিয়া উপজেলার আফজাল (৪৫), একই উপজেলার শ্যামল সাহা (৫৫) ও আদমদীঘির সান্তাহার এলাকার শহীদুল ইসলাম (৬৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি প্রাইভেটকার বগুড়া-নওগাঁ মহাসড়কের মুরইল বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই অটোরিকশার তিনজন যাত্রী নিহত হন।
গুরুতর আহত চার জনকে উদ্ধার করে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
এমবিএইচ/জিপি