ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফেসবুকে প্রতারণার অভিযোগে যুবক ১   

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
ফেসবুকে প্রতারণার অভিযোগে যুবক ১   

ময়মনসিংহ: ফেসবুকে ভুয়া আইডি খুলে একটি বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রীর মেসেঞ্জারে অশ্লীল ছবি পাঠিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আব্দুল্লাহ আল মোহাইমিনুল ইসলাম (২৩) নামে প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শনিবার (০৯ মার্চ) বিকেলে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।             
 
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ ও হাসপাতালে এমবিবিএস শেষ বর্ষের ছাত্রীর সঙ্গে ওই আটক যুবক ফেসবুকে ভুয়া আইডির মাধ্যমে যুক্ত হয়ে তাকে মেসেঞ্জারে একটি নগ্ন ছবি পাঠিয়ে তার কাছ থেকে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে।

টাকা না দিলে ওই নগ্ন ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়।

পরে প্রতারকের কাছ থেকে বিকাশ নম্বর নিয়ে ১ হাজার ৬৭০ টাকা পাঠিয়ে বাকিটা পরে পাঠানো হবে বলে জানায় ওই ছাত্রী।

এ খবর জানার পর শুক্রবার (৮ মার্চ) ওই বিকাশ নম্বরের এজেন্টের দোকানে ডিবির একটি টিম অবস্থান করে। ওই প্রতারক ক্যাশ আউট করার জন্য দোকানে এলে তাকে আটক করা হয়।

আটক প্রতারকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯ 
এমএএএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।