ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রূপপুরে হৃদরোগে রাশিয়ান নাগরিকের মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
রূপপুরে হৃদরোগে রাশিয়ান নাগরিকের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মরত রাশিয়ানদের আবাসিক গ্রিন সিটিতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেরগি (৭২) নামে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট মোড়ে গ্রিন সিটির ১ নম্বর ভবনের ৩১ নম্বর রুমে এই রাশিয়ানের মৃত্যু হয়। তিনি প্রকল্পের নির্মাণ কোম্পানি টেস্ত রোসেমের কর্মকর্তা ছিলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে রাশিয়ায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।