শনিবার (০৯ মার্চ) দুপুরে চৌগাছার ধুলিয়ানি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিকাশ যশোর সদর উপজেলার খাজুরা গ্রামের বাসিন্দা হলেও বিবাহ সূত্রে চৌগাছার ধুলিয়ানি বাজার সংলগ্ন এলাকায় স্ত্রীকে নিয়ে থাকতেন।
বিকাশের স্ত্রী পারুল অধিকারী সাংবাদিকদের বলেন, অর্থনৈতিক দৈন্যদশায় পড়ে তারা গ্রামীণ ব্যাংক, আরআরএফ ও আশাসহ কয়েকটি এনজিও থেকে ক্ষুদ্র ঋণ নিয়েছেন। স্বামী ভ্যান চালিয়ে সব এনজিও’র কিস্তি পরিশোধ করতেন।
‘কিন্তু শনিবার সকালে একটি এনজিওর কর্মীরা বাড়িতে কিস্তির জন্য আসে। এরপর টাকা দিতে না পারায় খুব অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে তারা। এনজিও কর্মীরা চলে গেলে সেই অপমান সইতে না পেরে আমার স্বামী বিষপানে আত্মহত্যা করেন। ’
পরে স্থানীয়দের সহায়তায় চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পারুল।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আওরঙ্গজেব বাংলানিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই বিকাশের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব বাংলানিউজকে বলেন, কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ায় এনজিওকর্মীদের অপমান সইতে না পেরে বিকাশ নামে এক ভ্যানচালক বিষপানে আত্মহত্যা করেছেন-এমনটা শুনেছি।
এ ব্যাপারে নিহতের পরিবার অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
ইউজি/এসএ/এমএ