শনিবার (০৯ মার্চ) বিকেল ৪টায় হান্নান কমপ্লেক্সের টেকনো রসুই ঘর চাইনিজ ও পার্টি সেন্টারের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে অভিজ্ঞ চিকিৎসকের দ্বারা ৭০ জন নির্মাণ শ্রমিকের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
ইব্রাহিম অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী ইব্রাহিম মিয়ার সভাপতিত্বে রাজসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বসুন্ধরা সিমেন্ট সেক্টরের মার্কেটিং ফাংশনের ম্যানেজার সাইফুল ইসলাম রুবেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কিং ব্র্যান্ড সিমেন্টের কুমিল্লা ডিভিশনের সেলস ম্যানেজার মাসুদুর রহমান খান, চাঁদপুর সদর পৌরসভার প্রকৌশলী জাহিদ হোসেন খান, হাজিগঞ্জের প্রকৌশলী গাজী মো. ওমর চাঁদপুর জেলার টিএসি রাকিবুল ইসলাম প্রমুখ।
রাজসভায় নির্মাণ সংক্রান্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করেন ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে শেষে র্যাফেল ড্র’র আয়োজন করা হয় ও পুরস্কার বিতরণ করা শেষে নৈশভোজের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
এনটি