ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ছিনতাইকারী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
সিলেটে ছিনতাইকারী আটক আটক ছিনতাইকারী, ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে ছিনতাই করে পালানোর সময় দুলাল মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

শনিবার (০৯ মার্চ) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা রেলস্টেশনের কাছ থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত চাকু, ক্ষুর ও ছিনতাই করা ভ্যানিটি ব্যাগ, মোবাইল এবং নগদ এক হাজার টাকা জব্দ করা হয়।

আটক দুলাল জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পুন্যচগ্রামের সামছুল হকের ছেলে।
    
পুলিশ জানিয়েছে, বিকেলে সাথী আক্তার (২৭) নামে এক নারী রিকশায় করে কিনব্রিজ হয়ে সিলেট রেলস্টেশনে যাচ্ছিলেন। পথে তিন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে ভ্যানেটি ব্যাগ নিয়ে পালিয়ে যান। পরে খবর পেয়ে নগর গোয়েন্দা পুলিশের একটি টিম ধাওয়া করে দুলালকে আটক করতে সক্ষম হয়। বাকিরা পালিয়ে যান।
 
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব বাংলানিউজকে বলেন, পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের ধরতে বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
এনইউ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।