পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, ছবি: বাংলানিউজ
সিলেট: সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুরে পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। অস্থায়ী চেকপোস্ট বসিয়ে হয়রানির প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে এ সংঘর্ষ হয়।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুর দেড়টা থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে পথচারীসহ অনেকে আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য গাড়ি রিকুইজিশনে হিলালপুরে অস্থায়ী চেকপোস্ট বসায় পুলিশ।
এই নিয়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। প্রতিবাদে সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। এরপর পুলিশ অবরোধ তুলতে গেলে শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এ বিষয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মাহবুবুল আলম বাংলানিউজকে বলেন, ট্রাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ভুল বোঝাবুঝি হয়েছে। সমাধানের চেষ্টা চলছে।
বিষয়টি জানতে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলীর নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এনইউ/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।