মঙ্গলবার (১২ মার্চ) বেলা ১১টা থেকে পাঁচলিয়া এলাকা থেকে এ যানজট শুরু হয়। ধীরে ধীরে এর তীব্রতা বেড়ে দুপুর আড়াইটার দিকে মহাসড়কের উভয়পাশে অন্তত ২০ কিলোমিটার জুড়ে বিস্তৃত হয়।
হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে বলেন, পাঁচলিয়া এলাকায় মহাসড়কে রাস্তার সংস্কার কাজ চলছে। সংস্কার কাজের কারণে দু’টি লেনের একটি লেন বন্ধ রয়েছে। এ কারণে সকাল থেকেই থেমে থেমে যানজট ছিল। দুপুরের পর থেকে যানজটের তীব্রতা বাড়তে থাকে। তবে হাইওয়ে পুলিশ এ যানজট নিরসনে কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এসআরএস