মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে ভাই-বোনকে সোনারগাঁয়ের মল্লিকপাড়া এলাকায় রাস্তার পাশে কান্নাকাটি করতে দেখে পুলিশে খবর দিলে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদ তাদের থানায় নিয়ে আসেন।
তারা তাদের বাবার নাম রিপন ও মায়ের নাম কহিনূর বলে জানিয়েছে।
সোনারগাঁও থানা উপ-পরিদর্শক (এসআই) আজাদ জানান, আমি সংবাদ পেয়ে ওসির নির্দেশে শিশুদের এনে থানায় রেখেছি। তারা বাবা-মায়ের নাম বলতে পারলেও ঠিকানা বলতে পারছে না। যদি কেউ তাদের চিনে থাকেন বা যাদের বাচ্চা হারিয়েছে তারা যেন দ্রুত থানায় যোগাযোগ করে তাদের নিয়ে যান।
বাংলাদেশ সময়: ০৭০১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
আরআর