বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ভোরে হঠাৎ করেই কুয়াশা পড়তে শুরু করে।
রাতে চলাচলরত বেশ কয়েকটি ফেরি পদ্মা নদীর বিভিন্ন স্থানে নোঙর করে আছে বলে ঘাটসূত্র জানিয়েছে। এছাড়াও কাঁঠালবাড়ী ঘাটে পরিবহন লোড করে আছে কয়েকটি ফেরি। ঘাট এলাকাতেও পরিবহনের সিরিয়াল রয়েছে।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, কুয়াশা কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
আরআর