ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ফাইল ছবি

মাদারীপুর: আকস্মিক ঘন কুয়াশা পড়ায় বুধবার (১৩ মার্চ) ভোর থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ভোরে হঠাৎ করেই কুয়াশা পড়তে শুরু করে।

কুয়াশার পরিমাণ বেড়ে গেলে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে যায়। এ সময় ফেরির চালকেরা দিকনির্ণয়ে ব্যর্থ হলে দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।  

রাতে চলাচলরত বেশ কয়েকটি ফেরি পদ্মা নদীর বিভিন্ন স্থানে নোঙর করে আছে বলে ঘাটসূত্র জানিয়েছে। এছাড়াও কাঁঠালবাড়ী ঘাটে পরিবহন লোড করে আছে কয়েকটি ফেরি। ঘাট এলাকাতেও পরিবহনের সিরিয়াল রয়েছে।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, কুয়াশা কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।