বুধবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুছ আলী বাংলানিউজকে জানান, শাপলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস চুয়াডাঙ্গা থেকে যশোর যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে বাসটি উল্টে যায়। এতে বাসে থাকা কমপক্ষে ১৫ যাত্রী আহত হন।
খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
এসআরএস