বুধবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের সমেশপুর ত্রিমোহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুদ্দুস উপজেলার রাজাপুর ইউনিয়নের মৃত রিয়াজ উদ্দিন ভূঁইয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী রাজাপুর গ্রামের আল-মাহমুদ জানান, রাজাপুর থেকে যাত্রী নিয়ে ভ্যানচালক কুদ্দুস সমেশপুর ত্রিমোহনী এলাকায় সিরাজগঞ্জ-বেলকুচি সড়কে উঠছিলেন। এসময় বেলকুচি থেকে সিরাজগঞ্জগামী এএস পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক কুদ্দুমের মৃত্যু হয়। আহত হন ভ্যানের যাত্রী বাদল। পরে স্থানীয়রা বাদলকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
এসআরএস