ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বেলকুচিতে বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
বেলকুচিতে বাসচাপায় ভ্যানচালকের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাসচাপায় আব্দুল কুদ্দুস ভূঁইয়া (৪৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাদল ঘোষকে (৫৬) নামে ভ্যানের এক যাত্রী।

বুধবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের সমেশপুর ত্রিমোহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

কুদ্দুস উপজেলার রাজাপুর ইউনিয়নের মৃত রিয়াজ উদ্দিন ভূঁইয়ার ছেলে।

তবে আহত বাদলের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী রাজাপুর গ্রামের আল-মাহমুদ জানান, রাজাপুর থেকে যাত্রী নিয়ে ভ্যানচালক কুদ্দুস সমেশপুর ত্রিমোহনী এলাকায় সিরাজগঞ্জ-বেলকুচি সড়কে উঠছিলেন। এসময় বেলকুচি থেকে সিরাজগঞ্জগামী এএস পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক কুদ্দুমের মৃত্যু হয়। আহত হন ভ্যানের যাত্রী বাদল। পরে স্থানীয়রা বাদলকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।