নিহত বদরুল আমিন উপজেলার দরাকুল গ্রামের মমতাজ আলীর ছেলে।
বুধবার (১৩ মার্চ) সকালে উপজেলার দরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মার্চ) রাত ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি বদরুল আমিন। বুধবার সকালে স্কুলের পাশে তার গলাকাটা মরদেহ দেখে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, এলাকায় প্রতিবাদি যুবক ছিলেন বদরুল আমিন। কিছুদিন যাবত এলাকায় দু'টি পক্ষের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। তিনি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে একটি পক্ষের রোষানলে পড়েন। পুলিশের ধারণ, ওই বিরোধ থেকে তাকে খুন করা হতে পারে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
এনইউ/ওএইচ/