বুধবার (১৩ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
কুয়েত মৈত্রী হলে ভোট কারচুপির অভিযোগে ছাত্রলীগ বিব্রত কিনা জানতে চাইলে তিনি বলেন, ঢাবি ছাত্রলীগ তথা অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে এটি ছিল মৌলবাদী শক্তির অপপ্রয়াস।
মৌলবাদী শক্তির অপপ্রয়াস না থাকলে ছাত্রলীগ পূর্ণ প্যানেল নিয়ে বিপুল ভোটে জয়লাভ করতো, যা এখন কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। তারপরেও ঢাবির শিক্ষার্থীদের দেওয়া এ রায়কে আমরা শ্রদ্ধা জানাই।
ভিপি পদে বিজয়ী প্রার্থী মৌলবাদী শক্তির মনে করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা তা বলবো না। তবে ঢাবির শিক্ষার্থীদের চেতনার বিরুদ্ধে ডাকসুকে পরিচালিত হতে দেওয়া হবে না। কখনো ডাকসুকে চেতনার বিরুদ্ধে পরিচালিত করতে চাইলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
পিএম/এমএএম/এসকেবি/জেডএস