ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে আমিনুল ইসলাম (৫৫) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার মিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। আমিনুল জয়পুরহাটের আক্কেলপুর গ্রামের মৃত কাজী জলিলুর রহমানের ছেলে।

তিনি ফুলবাড়ী থানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (১২ মার্চ) রাত ১২টার দিকে কুড়িগ্রামের বালারহাট বাজার থেকে ব্যক্তিগত কাজ শেষে আমিনুল মোটরসাইকেল যোগে ফুলবাড়ী ফিরছিলেন উপজেলার মিয়াপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলটি তার শরীরের ওপরে পড়ায় পানিতে ডুবে ঘটনাস্থলেই আমিনুলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বাংলানিউজকে জানান, মোটরসাইকেল চালানো অবস্থায় আমিনুল সম্ভবত স্ট্রোক করার কারণে পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে। আমিনুল ১৯৮৪ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তার বিপি নম্বর-৬৫৮৪০৭২১৮৯।  

বাংলাদেশ সময়: ০২৫১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
এফইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।