বুধবার (১২ মার্চ) সকালের দিকে থেমে থেমে যানজট থাকলেও বিকেলে ৩টার পর থেকে এর তীব্রতা বাড়ে যায়।
হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে যানজট শুরু হয়।
সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আরাফাত রহমান বাংলানিউজকে বলেন, সকাল থেকে যানজট দেখা দেয়। মাঝে মধ্যে যান চলাচল স্বাভাবিক হলেও আবারও শুরু হয় যানজট। এভাবেই চলছে এ মহাসড়ক। দুপুরের পর থেকে তীব্র যানজটের কারণে মহাসড়কের একটি লেনে হাজার হাজার যানবাহন দাঁড়িয়ে রয়েছে। যাত্রী ও সাধারণ মানুষের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ের সার্জেন্ট আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, গোলচত্বর এলাকায় মহাসড়কের সংস্কার কাজের কারণে একটি লেন বন্ধ থাকায় স্বাভাবিকভাবে যানজটের সৃষ্টি হয়। দিনভর থেমে থেমে যানজট থাকলেও বিকেলের দিকে অতিরিক্ত গাড়ির চাপে এর তীব্রতা বাড়তে থাকে।
তবে বিকেল সাড়ে ৪টার মধ্যে মহাসড়কের কাজ শেষ হলে এক থেকে দেড়ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলেও জানান তিনি
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
জিপি