বুধবার (১৩ মার্চ) দুপুরে শার্শার বাগআঁচড়া-সাতমাইল সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মুসা শার্শা উপজেলার অগ্রভূলাট গ্রামের ওমর আলীর ছেলে।
শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাংলানিউজে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার সাতমাইল বাজারের পাকা রাস্তা এলাকায় অভিযান চালিয়ে মুসাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে গামছা দিয়ে বাঁধা ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় মুসার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এসআই আনোয়ার।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
ইউজি/আরআইএস/