ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মায়ের কোল থেকে চুরির ৩ দিনেও উদ্ধার হয়নি শিশুটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
মায়ের কোল থেকে চুরির ৩ দিনেও উদ্ধার হয়নি শিশুটি

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে মায়ের কোল থেকে ঘুমন্ত শিশু চুরি হওয়ার তিনদিন পার হলেও উদ্ধার হয়নি শিশুটি। তবে চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

চুরির সময় শিশুর বাবা সোহাগ হাওলাদারের কাছ থেকে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেছে মোরেলগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (১৩ মার্চ) গভীর রাতে মোরেলগঞ্জ উপজেলার নিশান বাড়িয়া এলাকার হৃদয় চাপরাশি নামে এক ব্যক্তির বাড়ি থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

 

এসময় জিজ্ঞাসাবাদের জন্য হৃদয়ের মা নাছিমা বেগম (৫২), বোন আবির আক্তার (১৪), হৃদয়ের চাচাতো ভাই মহিউদ্দিন চাপরাশী (৩৫) ফায়জুল চাপরাশী (২৫) ও রুবেলকে (৩০) আটক করে পুলিশ।  

হৃদয় চাপরাশীর বাড়ির মাটি খুড়ে চেতনানাশক স্প্রে, গ্যাস কাটার, বিভিন্ন ধরনের ওষুধ, গ্যাস পাইপ, গ্যাস সিলিন্ডারসহ চুরির কাজে ব্যবহৃত অনেক মালামাল উদ্ধার করা হয়। এছাড়া মঙ্গলবার ভোরের দিকে শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন নিশানবাড়িয়া এলাকা থেকে নম্বরবিহীন একটি টিভিএস মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

এ ব্যাপারে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, শিশুটিকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এরইমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জনকে আটক করা হয়েছে। আটকদের তথ্যের ভিত্তিতে শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশের তিনটি টিম কাজ করছে।

বাংলাদেশ  সময়: ১৮৪২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।