বুধবার (১৩ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিশ্ব শান্তি ও মানবাধিকার সংঘ বাংলাদেশ আয়োজিত ‘শান্তি ও সমৃদ্ধির স্বার্থে নিরাপদ খাদ্য’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মোস্তাক হোসাইন মো. ইফতেখার বলেন, মানুষের নৈতিকতা নিচে নেমে গেছে, এজন্য খাদ্যে ভেজাল মেশায়।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্বে ও দিলীপ কুমার মন্ডলের সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম এ মালেক, একাত্তর টিভির এমডি মোজাম্মেল বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল কর্মকর্তা ফেকুলাল ঘোষ ও সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট মফিজ উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন মোশাররফ হোসেন বাবু ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফনীন্দ্র সরকার।
সেমিনারে বক্তারা বলেন, যারাই খাদ্যে ভেজাল মেশাবে, সবাই মিলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। নিরাপদ খাদ্যের ব্যাপারে জনসচেতনতা বাড়াতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খাদ্য নিরাপত্তায় যে আইন করেছিলেন, তা ইতিহাসে বিরল। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে ও তার করা আইন বাস্তবায়ন করলেই ভেজাল খাদ্য থাকবে না।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
টিএম/এমজেএফ