বুধবার (১৩ মার্চ) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়র সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া খান বাংলানিউজকে জানান, মনিপুর এলাকায় মাসুমা টেক্সটাইল কম্পোজিট মিলের তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটিটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে গুদামের সব তুলা পুড়ে গেছে।
ওয়েলডিং মেশিনের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান স্টেশন অফিসার জাকারিয়া।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
আরএস/আরআইএস