ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন শাহীন চাকলাদার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন শাহীন চাকলাদার শাহীন চাকলাদার

যশোর: যশোর সদর উপজেলা পরিষদে টানা তৃতীয় মেয়াদে চেয়ারম্যান হতে চলেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

বুধবার (১৩ মার্চ) বিকালে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে তিনি একক প্রার্থী হয়ে যান।  

এর একদিন আগে চেয়ারম্যান পদে আরেক প্রার্থী ইসলামী আন্দোলনের শেখ আল মামুন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

সংশ্লিষ্টরা বাংলানিউজকে বলেন, ২০০৯ সালে প্রথমবার যশোর সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন শাহীন চাকলাদার। আর ২০১৪ সালে দ্বিতীয়বারের মতো সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। উভয় নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও বিএনপি প্রার্থীর সঙ্গে ভোটের মাঠে সাধারণ ভোটারদের মন জয় করেই তিনি নির্বাচিত হন।

তবে এবারই প্রথম দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে। প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা সদর উপজেলায় নৌকার প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের নাম ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
ইউজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।