ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

অভয়নগরে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
অভয়নগরে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

যশোর: যশোরের অভয়নগর উপজেলায় সালেহা বেগম (৫২) নামে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ মার্চ) বিকেল ৫ টার দিকে উপজেলার পচুড়িয়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। সালেহা ওই গ্রামের ভ্যানচালক তিলক হোসেনের স্ত্রী।

 

নিহতের মেয়ে সালমা বেগম বাংলানিউজকে বলেন, তার মা দীর্ঘদিন ধরে মানষিক সমস্যায় ভুগছিলেন। দুপুরের খাবার শেষে তাকে প্রতিবেশী এক চাচিকে দেখে রাখতে বলে তিনি বাঘুটিয়ায় আনসার ভিডিপির ট্রেনিংয়ে গিয়েছিলেন। বিকেলে বাড়ি ফিরে ঘরে তার গলাকাটা মরদেহ পরে থাকতে দেখেন তিনি।  

ভাটপাড়া পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এস এম আলিফ বাংলানিউজকে বলেন, এলাকাবাসীর খবর পেয়ে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যু কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
ইউজি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।