ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রোকেয়া হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে ৫ ছাত্রীর অনশন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
রোকেয়া হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে ৫ ছাত্রীর অনশন অনশনরত রোকেয়া হলের শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদার পদত্যাগ ও হল সংসদে পুনর্নির্বাচনের দাবিতে অনশনে বসেছেন হলের ৫ ছাত্রী। 

বুধবার (১৩ মার্চ) রাত ৯টার পর হল গেটে অনশনে বসেন তারা।

অনশনকারীরা হলেন-ইসলামিক স্টাডিজ বিভাগের রাফিয়া ‍সুলতানা, ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেমস বিভাগের প্রমি খীসা, শ্রবণা শফিক দিপ্তী, জয়ন্তী রেজা ও শেখ সায়দা আফরিন শাফী।

অনশনের বিষয়ে প্রমি খীসা বলেন, আমরা প্রভোস্ট ম্যামের পদত্যাগ, মিথ্যা মামলা প্রত্যাহার, পুনরায় নির্বাচন ও আন্দোলনকারীদের নিরাপত্তার দাবি না মানা পর্যন্ত অনশন চালিয়ে যাব।

বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
এসকেবি/আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।