এ দুর্ঘটনায় ওই বাসের আরও ২০ যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৩ মার্চ) মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার ধুলন্ডি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম হারুন (৪০)। তার বাড়ি নোয়াখালী জেলায়।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রাত ১২ টার দিকে খুলনাগামী ওই বাসটি একই দিক গামী আরেকটি বাসের সঙ্গে পাল্লাপাল্লি করে চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনাস্থলেই মারা যায় ওই বাসের হেলপার হারুন। এসময় আহত হয় আরও ২০ বাসযাত্রী।
বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
কেএসএইচ/এএটি