বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ।
এর আগে ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘন কুশায়ায় নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাড়ে চার ঘণ্টা সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ছিল। পরে সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ছোট বড় মিলে শতাধিক যানবাহন নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
কেএসএইচ/এএটি