ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে পুলিশি অভিযানে আটক ৪২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
রাজশাহীতে পুলিশি অভিযানে আটক ৪২

রাজশাহী: রাজশাহী জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২ জনকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, আটকদের মধ্যে রাজশাহীর গোদাগাড়ী থানা পুলিশ ৫শ' গ্রাম গাঁজাসহ নওশাদ আলীকে (৪০) আটক করে।

এছাড়া মাদক সংশ্লিষ্টতায় আরো চারজনকে আটক করা হয়েছে।  

তানোর থানা পুলিশ দুই গ্রাম গাঁজাসহ মেরাজুল ইসলাম ওরফে ল্যাকড়াকে (৩২) আটক করে। এছাড়া আরো চারজনকে আটক করা হয়েছে।  

মোহনপুর থানা পুলিশ চারজন, পুঠিয়া থানা পুলিশ পাঁচজন, বাগমারা থানা পুলিশ দু’জনকে আটক করেছে।  

দুর্গাপুর থানা পুলিশ সাত পিস ইয়াবাসহ কবির হোসেন রানাকে (২৩) আটক করেছে। এছাড়া আরো পাঁচজনকে আটক করা হয়েছে।  

চারঘাট থানা পুলিশ ছয়জন ও বাঘা থানা পুলিশ নয়জনকে আটক করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।