ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে মাদকসহ বিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
গাংনীতে মাদকসহ বিক্রেতা গ্রেফতার মাদকসহ গ্রেফতার আবুল কালাম আজাদ। ছবি: বাংলানিউজ

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ আবুল কালাম আজাদ (৪২) নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার তেরাইল ওলিনগরপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আবুল কালাম ওই এলাকার সুলতান হোসেনের ছেলে।

 

র‌্যাব-৬, গাংনী ক্যাম্প কমান্ডার ডিএডি হাদিয়ার রহমান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক ইফতেখার মো. হুমাইয়ার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বাংলানিউজকে তারা জানান, গোপন সংবাদে সকালে অভিযান চালিয়ে আবুল কালামকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে নগদ দুই লাখ ১৪ হাজার ৫০০ টাকা, আট পিস ইয়াবা ও ১শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়। জব্দ করা টাকা ও মাদকসহ তার বিরুদ্ধে মামলা দায়ের করে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া তার নামে গাংনী থানায় মাদক আইনে আরও কয়েকটি মামলা রয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বাংলানিউজকে বলেন, গ্রেফতার আবুল কালামকে মেহেরপুরের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।