বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোরে টেকনাফের খানকার ডেইল এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ-২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় খানকার ডেইল গ্রামের মেহেদীর লবন প্রজেক্টের উত্তর-পশ্চিম দিক বাংলাদেশে একটি ইয়াবার চালান প্রবেশ করবে।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বিজিবির এক সদস্য আহত হয়। এ সময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় বিজিবি। একপর্যায়ে মাদক বিক্রেতারা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিজিবি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসময় ঘটনাস্থল থেকে ৭ হাজার পিস ইয়াবা ও দু’টি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
এসবি/ওএইচ/