এরপর বাস থেকে নামতেই গুলশান ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মার্কেটের সামনে ফুলের দোকানদার পরে আছে আরেকটি শপথের টি-শার্ট যেখানে লিখা আছে ‘আমার শপথে বলতে চাই, ইভটিজিং-এ শরম পাই’।
এভাবেই রাজধানীর বিভিন্ন স্থানে দেখা গেল স্টুডেন্ট, পথচারী থেকে শুরু করে চাকরিজীবীরাও শপথ নেওয়া টি-শার্ট পরে আছেন।
বুধবারই (১৩ মার্চ) রাজধানীর বিভিন্ন স্থানের দেয়ালে দেয়ালে লেখা হয়েছিল কিছু শপথের কথা। যেখানে বলা হয়েছিল দুর্নীতি, ইভটিজিং, মাদকসহ এমন অনেক সামাজিক সমস্যার বিপক্ষে শপথ নেওয়ার কথা। প্রতিটি শপথের সঙ্গেই ‘আমার শপথ’ কথাটি যুক্ত। একইসঙ্গে বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে সেই শপথ লেখা সাদা টি-শার্টে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন স্তরের মানুষজন।
কে বা কারা এ ধরনের উদ্যোগ নিয়েছেন তা এখনো জানা যায়নি। কিন্তু স্বাধীনতার মাসে এ ধরনের উদ্যোগ বেশ নাড়া দিয়েছে সবাইকে। তাই, সোশ্যাল মিডিয়াতে শেয়ার হচ্ছে প্রচুর। সাধারণ মানুষ খুব আগ্রহ নিয়ে দেখছে দেয়ালে লেখা শপথগুলো ও টি-শার্ট পরা লোকগুলোকে। এদের ছবিও খুব শেয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। শহর জীবনের নানান ব্যস্ততার মাঝেও এ ধরনের ভিন্নধর্মী উদ্যোগ আসলেই নাগরিক হিসেবে আমাদের দায়িত্বের কথা মনে করিয়ে দিচ্ছে। তাই শপথের কথাগুলো সর্বস্তরের মানুষের মনে নাড়া দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
ওএইচ/