ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কাপ্তাইয়ে হাতির আক্রমণে রাখাল নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
কাপ্তাইয়ে হাতির আক্রমণে রাখাল নিহত

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম রাইখালী ইউনিয়নে হাতির আক্রমণে জসাই মারমা (৫৭) নামে এক রাখাল নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে পুলিশ মরদেহটি উদ্ধারে ঘটনাস্থলে রওনা দিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার রাইখালী ইউনিয়নের ডংনালা গ্রাম থেকে রাখাল জসাই তার গরু নিয়ে বাড়ি ফিরার পথে একদল বন্য হাতি তাকে আক্রমণ করলে ঘটনাস্থলে ওই রাখাল মারা যায়।

পরে স্বজনরা অনেক খোঁজাখুজির পর  বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ ডংনালা গ্রামে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে আসার পর বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।