বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে পুলিশ মরদেহটি উদ্ধারে ঘটনাস্থলে রওনা দিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার রাইখালী ইউনিয়নের ডংনালা গ্রাম থেকে রাখাল জসাই তার গরু নিয়ে বাড়ি ফিরার পথে একদল বন্য হাতি তাকে আক্রমণ করলে ঘটনাস্থলে ওই রাখাল মারা যায়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে আসার পর বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
জিপি