ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

প্রধান তথ্য কর্মকর্তা হলেন জাকির হোসেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
প্রধান তথ্য কর্মকর্তা হলেন জাকির হোসেন মো. জাকির হোসেন

ঢাকা: বিসিএস (তথ্য-সাধারণ) কর্মকর্তা মো. জাকির হোসেনকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৫ মার্চ) তথ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
 
জাকির হোসেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।


 
আদেশে বলা হয়েছে, গণযোগাযোগ অধিদপ্তরের নিজ দায়িত্বের পাশাপাশি তাকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা করা হলো। বিধি মোতাবেক তিনি দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।
 
বিসিএস (তথ্য সাধারণ) ক্যাডারের কর্মকর্তা প্রধান তথ্য অফিসার (পিআইও) বেগম কামরুন নাহারকে গত ২২ জানুয়ারি মহামান্য রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব হিসাবে নিয়োগ করা হয়। তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছিল।
 
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।