বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার কাটাখালি বাজারে ওই ভুয়া চিকিৎসকের চেম্বারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা সুলতানা বুশরা। দণ্ডপ্রাপ্ত আরাফাত স্থানীয় আব্দুল কাদের ফকিরের ছেলে।
স্থানীয়রা জানান, মিজানুরের চেম্বারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাতে গেলে মিজানুর রহমান নিজেকে সাংবাদিক পরিচয়ে প্রস্রাব করতে যাব বলে পালিয়ে যান।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক রহিমা সুলতানা বুশরা বাংলানিউজকে বলেন, কাটাখালি বাজারে একটি ওষুধের দোকানের আড়ালে কোনো চিকিৎসা সনদ ছাড়াই চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন মিজানুর রহমান নামে এক ভুয়া চিকিৎসক। এমন সংবাদের ভিত্তিতে ওই চেম্বারে অভিযান চালানো হয়।
চেম্বারে অবস্থানরত লোকদের কাছে চিকিৎসক মিজানুর কে জানতে চাইলে, কথা-বার্তার একপর্যায়ে ভুয়া চিকিৎসক মিজানুর রহমান পালিয়ে যান। এসময় তথ্য গোপনের অপরাধে ওই ভুয়া চিকিৎসকের সহযোগী আরাফাতকে পেনাল কোডের ১৮৭ ধারায় এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
জিপি