বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে ইভটিজিং করার সময় বিদ্যালয়ের গেটের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার তাকে তিন মাসের কারাদণ্ড দেন।
সাব্বির হোসেন কাচপুরের খালপাড় এলাকার মিনার হোসেনের ছেলে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, ইভটিজিংয়ের সময় সাব্বিরকে হাতেনাতে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ইউএনও তাকে তিন মাসের সাজা দেন।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
এসএ/এএ