ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে নৌকার প্রার্থী রোমানের পক্ষে গণসংযোগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
রাঙামাটিতে নৌকার প্রার্থী রোমানের পক্ষে গণসংযোগ গণসংযোগ করেন আওয়ামী লীগের জাতীয় নিবার্চন পরিচালনা উপ-কমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু।

চট্টগ্রাম: রাঙামাটি উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী শহীদুজ্জামান মহসীন রোমানের পক্ষে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের জাতীয় নিবার্চন পরিচালনা  উপ-কমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু।

বৃহস্পতিবার (১৪ মার্চ)রাঙামাটির ডিসি অফিসের সামনে থেকে গণসংযোগ শুরু করা হয়। এতে আরশেদুল আলম বাচ্চু ছাড়াও নগর ছাত্রলীগ ও রাঙামাটি জেলা ছাত্রলীগ নেতারা অংশ নেন।

গণসংযোগটি রাঙামাটির হ্যাপি মোড়, বনরুপা বাজার, পৌরসভা এলাকা, পুরাতন বাস স্টেশন, মাজার এলাকা, জেলা কারাগার এলাকা, খাদ্যগুদাম এলাকা, কালীবাড়ি মন্দির  এলাকা,  তবালছড়ি বাজার এলাকা গিয়ে শেষ হয়।

রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে পথ সভায় সংক্ষিপ্ত বক্তব্যে আরশেদুল আলম বাচ্চু বলেন, নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে। এই রাঙামাটিতে পাহাড়ি-বাঙ্গালির মধ্যে কোনো বিভেদ নেই। সবাই মিলে  এই রাঙামাটিকে একটি মডেল শহর  হিসেবে গড়ে তুলতে হবে। নৌকাকে বিজয়ী করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

১৮ মার্চ শহিদুজ্জামান মহসিন রোমানকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

এছাড়াও বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক, চেয়ারম্যানপদপ্রার্থী শহিদুজ্জামান মহসিন রোমান, প্যানেল মেয়র জামাল উদ্দীন, নগর ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক আব্দুল হালিম সিকদার মিতু।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আব্দুল্লাহ আল জোবায়ের হিমু, জেলা ছাত্রলীগের সহ- সভাপতি একরামুল হক মিশু মিজানুর রহমান চৌধুরী, যুগ্ন সম্পাদক মো. শাকিল, মহিউদ্দীন রিমন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন টিপু, নগর ছাত্রলীগ নেতা রাকিব হায়দার, নুরনবী সাহেদ, সোহেল রানা, মাহফুজ হোসেন, শাহাদাত হোসেন হিরা, আব্দুল্লাহ আল আহাদ, আবদুল হাকিম ফযসাল, মো. ইউসুফ তানভির, জেলা ছাত্রলীগ নেতা তারেক হোসেন মাহিন, ফাহিমুল কাদের, মেহেদী শাওন,দীপনংকর দে, মো. শাকিল, নাজমুর আলম, এবিএম জোনায়েদ, মাসুদ রানা হামিদ, ফাতেমাতুজ জোহরা রেশমী, শাহেনুর আলম জুয়েল, জামাল উদ্দীন, মেজবাহ উদ্দীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।