ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে প্রেমিকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে প্রেমিকা প্রেমিকের বাড়িতে অনশনে রুনা আক্তার, ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন রুনা আক্তার (১৮) নামের এক তরুণী।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলা চর জাঙ্গালিয়া গ্রামের মিয়াপাড়ায় প্রেমিক সজিবের (২২) বাড়িতে অবস্থান নেন তিনি। সজিব মিয়াপাড়ার প্রবাসী আবদুস শহীদের ছেলে।

অনশনরত রুনা বাংলানিউজকে জানান, প্রথমে প্রতিবেশী সজিব তাকে প্রেমের প্রস্তাব দেয়। এতে তিনি রাজি না হলে তাকে বিয়ের প্রস্তাব দেয়। পরে বিয়ের প্রলোভনে সম্পর্কে জড়িয়ে তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এরপর বারবার বলা সত্যেও সজিব তাকে বিয়ে না করায় তিনি তাদের (সজিব) বাড়িতে অবস্থান নিয়েছেন।

সজিব বিয়ে না করা পর্যন্ত অনশনে থাকবেন। অন্যথায় আত্মহত্যা করবেন বলেও জানান রুনা।

রুনার স্বজনরা জানান, সজিবের পরিবারসহ একটি প্রভাবশালী মহল গর্ভপাত করানোর জন্য হীন চেষ্টা চালাচ্ছে। তারা টাকার বিনিময়ে বিষয়টি দামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

বিষয়টি জানতে অভিযুক্ত সজিবকে একাধিকবার মোবাইলে করেও পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই প্রেমিক সজিব পলাতক রয়েছেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
এসআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।