এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইডব্লিউএমজিএল কমপ্লেক্সে বাংলাদেশ প্রতিদিনের কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেক কেটে শুভক্ষণের সূচনা করেন দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।
এসময় তিনি বলেন, বাংলাদেশ প্রতিদিনের ১০ বছর পূর্তি উদযাপন হচ্ছে। এতে আমি অনেক আনন্দিত। আমরা এখন শীর্ষে আছি। আগামীতেও আমরা শীর্ষে থাকবো। বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, আমাদের প্রতিষ্ঠানের সবার ভালোবাসার কারণে বাংলাদেশ প্রতিদিন শীর্ষে এসেছে। বর্তমানে পত্রিকার সাফল্য ধরে রাখা অনেক কঠিন। যত দিন যাচ্ছে সাফল্য ধরে রাখার চ্যালেঞ্জও বাড়ছে। তবে এই চ্যালেঞ্জ জয়ে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।
কেক কাটা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইডব্লিউএমজিএলভুক্ত দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক জুয়েল মাজহার, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, দৈনিক কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, ডেইলি সানের উপদেষ্টা সম্পাদক এডিটর নাদীম কাদির, স্যাটেলাইট টেলিভিশন নিউজটোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক হাসনাইন খুরশেদ প্রমুখ।
‘আমরা জনগণের পক্ষে’ শীর্ষক স্লোগানে ২০১০ সালে যাত্রা করে বাংলাদেশ প্রতিদিন। মাত্র কয়েকবছরের মধ্যেই এটি দেশের সর্বাধিক প্রচারিত দৈনিকের অবস্থান লাভ করে। এই সাফল্য ধরে রেখেই বাংলাদেশ প্রতিদিন এখন উত্তর আমেরিকা ও ইউরোপ থেকেও প্রকাশ হচ্ছে।
বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, ১৪ মার্চ, ২০১৯
এমএমআই/এইচএ/