ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কালকিনিতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
কালকিনিতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে মোটরসাইকেলের ধাক্কায় রুবি বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় কালকিনি পৌরসভার রেইনট্রিতলা এলাকায় ভূরঘাটা-কালকিনি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবি বেগম পৌরসভার ঠেঙ্গামারা গ্রামের ইউনুস রারীর স্ত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হেঁটে বাড়ি ফিরছিলেন রুবি। পথে রেইনট্রিতলা এলাকায় পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা রুবিকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোফাজ্জেল হোসেন জানান, ঘাতক মোটরসাইকেল চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।