ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দুর্যোগ মোকাবেলায় চাই কমিউনিটি ভিত্তিক সচেতনতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
দুর্যোগ মোকাবেলায় চাই কমিউনিটি ভিত্তিক সচেতনতা বক্তব্য রাখছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ছবি-বাংলানিউজ

ঢাকা: দুর্যোগ মোকাবেলায় কমিউনিটিভিত্তিক সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নব নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। 

দুর্যোগ মোকাবেলার পাশাপাশি ক্ষয়ক্ষতি এড়াতে কমিউনিটি ভিত্তিক সচেতনতা বাড়ানো জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাজধানীর একটি হোটেলে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার সহযোগিতায় সিডস এশিয়া ও ডিএনসিসি’র আয়োজনে দুর্যোগ সহনশীল নগর বিষয়ক এক কর্মশালায় এ মন্তব্য করেন মেয়র।

আতিকুল ইসলাম বলেন, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এরই মধ্যে বিশ্বে রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। এ ধারাবাহিকতা ধরে রাখতে সরকারের পাশাপাশি কমিউনিটি ভিত্তিক ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সচেতনতামূলক কার্যক্রম আরও বাড়ানো প্রয়োজন।  

কর্মশালায় বক্তারা, দুর্যোগ ঝুঁকি হ্রাসে জাপানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাজধানীসহ সারাদেশে টাউন ওয়াচিং কার্যক্রম জোরদারের কথা বলেন।

কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন ডিএনসিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. তারেক বিন ইউসুফ, সিডস এশিয়ার মিডিয়া কন্সালটেন্ট সুভেনদ্রিনি কাকুচি ও প্রকল্প সমন্বয়কারী মিহারু সাতো।

কর্মশালায় বক্তব্য রাখেন ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. জুবায়ের সালেহীন, জাইকার কান্ট্রি প্রোগ্রাম কো-অর্ডিনেটর নাওকি মাতসুমোরা, সিনিয়র রিপ্রেজেন্টেটিভ ইয়াসুহিরো কাওয়াজোয়ি ও সিডস এশিয়ার নির্বাহী পরিচালক ইউকো নাকাওয়াসহ অনেকে।

কর্মশালায় দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক বুকলেট নগর পাঠশালার’র মোড়ক উন্মোচন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা মার্চ ১৫, ২০১৯
এস এইচ এস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।