রাতে তিনটি তুলার গোডাউনে আগুন লাগে। ছবি-বাংলানিউজ
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরের দক্ষিণ লক্ষণখোলা স্কুলের পাশে মোজাম্মেল হোসেনের তিনটি তুলার গোডাউনে আগুন লেগেছে।
খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দু’টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সোয়া ১১টার দিকে লাগা এ আগুন নেভায়।
মোজাম্মেল হোসেন বলেন, রাতে হঠাৎ করেই আমার তিনটি তুলার গোডাউনে আগুন লেগে যায়।
মূলত এখানে মাদকসেবীরা বসে মাদক সেবন করেন। সেখান থেকেই আগুন লেগেছে বলে আমাদের ধারণা। পুলিশ প্রায়ই মাদকসেবীদের আটক করে। তাও কোনোভাবেই তাদের রোধ করা যাচ্ছে না।
তিনি তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।
বাংলাদেশ সময়: ০৪২৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।