বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় এ সংবর্ধনা দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণীজনদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।
রাজশাহী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কনফারেন্স কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সঙ্গীতের জন্য পণ্ডিত অমরেশ রায় চৌধুরী ও উস্তাদ শ্রীমতি মঞ্জুশ্রী রায়কে, সমাজসেবার জন্য মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনীকে এবং মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় মুক্তিযোদ্ধা নওশের আলীকে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানের শুরুতে রুদ্র সারগাম এর পরিচালক ফারজানা আলী দীনার নেতৃত্বে শিল্পীদের নিয়ে সমবেত কণ্ঠে গান পরিবেশিত হয়।
এরপর গুণীজনসহ অতিথিদের উত্তরীয় পরানো হয়। পরে সিটি মেয়র খায়রুজ্জামান লিটন গুণীজনদের হাতে ক্রেস্ট তুলে দেন।
রাজশাহী রুদ্র সারগাম পরিচালনা পরিষদ সভাপতি প্রফেসর রুহুল আমিন প্রামাণিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তাইফুর রহমান ও বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) হাসান আখতার।
বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
এসএস/এসআই