শুক্রবার (১৫ মার্চ) সকাল ৭টার দিকে মহাসড়কের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি রাইজিং স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিকআপ ভ্যানচালক চান মিয়া (২৫)।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বাংলানিউজকে জানান, সকালে পাটুরিয়ামুখী একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাবিবুর ও জিল্লুরের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চান মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯, আপডেট: ১১১০ ঘণ্টা
কেএসএইচ/আরবি