বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে ওই উপজেলার কাটাখালি থেকে তাদের আকট করা হয়।
আটকরা হলেন- বাগেরহাট জেলার ফকিরহাটের সোলায়মান (২৩) চুয়াডাঙ্গা জেলার জীবননগর এলাকার সুমন (২৩ ) ফরিদপুরের মধুখালী এলাকার রাকিব হোসেন (২৫) ও একই এলাকার রাসেল আহমেদ (২৩)।
ঝিনাইদহে গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, রাতে একদল ডাকাত কাটাখালি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি একটি রামদা, একটি হাসুয়া উদ্ধারসহ ডাকাতির কাছে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
জিপি