ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর রমনায় পুলিশ কনভেনশন সেন্টারের ছাদ থেকে পড়ে নজরুল ইসলাম (২৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নজরুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নজরুলের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায়। তিনি ওই কনভেনশন সেন্টারেই থাকতেন।

নিহতের সহকর্মী রুবেল হোসেন বাংলানিউজকে জানান, মিন্টু রোড পুলিশ কনভেনশন সেন্টারের ১৫ তলার ছাদে রডমিস্ত্রির কাজ করছিলেন নজরুল। ছাদের একপাশে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে নজরুলকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র কুণ্ড বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।