শুক্রবার (১৫ মার্চ) দুপুরে এ যানজট ভয়াবহ আকার ধারণ করে। নারায়ণগঞ্জের শিমরাইল মোড়, মদনগঞ্জ মোড়, মেঘনা টোলপ্লাজা, কাঁচপুর মোড়সহ বিভিন্ন স্থানে শত শত মানুষ রাস্তার দু’পাশে যানবাহনের অপেক্ষায় রয়েছেন।
যানবাহনে আটকে থাকা সজীব বলেন, সকালে মদনগঞ্জ থেকে গাড়িতে উঠে দুই ঘণ্টায় মাত্র একটু আসলাম। গাড়িতো চলেই না। কখন যে বাড়ি পৌঁছাবো কে জানে।
ঢাকা থেকে কুমিল্লামুখী সামসুন্নাহার বলেন, তিনদিনের ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছি। সকাল থেকে এখনো জ্যামেই পড়ে আছি। এখানেই দুপুর ও রাতের খাবারের সময় পার হবে বলে মনে হচ্ছে।
জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) শরিফুল জানান, মূলত রাতে মেঘনা ব্রিজে একটি যানবাহন নষ্ট হয়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। আবার একসঙ্গে তিনদিনের ছুটিতে অনেকেই গ্রামের বাড়ি ফিরছেন। যানজট এখনো রয়েছে, নিয়ন্ত্রণে আমাদের সহায়তা করছে পুলিশও।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
আরবি/