তিনি বলেছেন, নিজেদের সন্ত্রাসমুক্ত দাবি করা দেশগুলোতেও মাঝে মধ্যে এ ধরনের হামলার ঘটনা ঘটে।
শুক্রবার (১৫ মার্চ) দুপুরে সিলেট ওসমানী বিমানবন্দরের ভিআইপ লাউঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
ক্রিকেটারদের কম নিরাপত্তা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এমনটি জানা নেই। তবে আমাদের দেশে আমরা ভালো নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। গত দুই তিন বছরে আমাদের দেশে এ ধরনের ঘটনা ঘটেনি।
ড. মোমেন বলেন, যতোটুকু শুনেছি নিউজিল্যান্ডে শেষ টেস্ট না খেলে বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরে আসছে। ইতোমধ্যে দেশে আসার জন্যও প্রস্তুতি নিচ্ছেন তারা।
তিনি বলেন, নিউজিল্যান্ডে বাংলোদেশের কোনো দূতাবাস নেই। অবশ্য বিভিন্ন মাধ্যমে খোঁজ-খবর নিতে হচ্ছে। তবে আমাদের ক্রিকেটাররা ভালো আছেন। বর্তমানে নিউজিল্যান্ডের আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে।
ঢাকার গুলশানের হলি আর্টিজানের সন্ত্রাসী হামলা প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই হামলার খবর যেমন আমরা আগে থেকে জানতাম না। তেমনি একইভাবে নিউজিল্যান্ডে এ সন্ত্রাসী হামলা হয়েছে। এরকম হামলা আগে থেকে ধারণা করা মুশকিল। ফলে এটিকে দুর্ঘটনাই বলা যায়।
মন্ত্রী বলেন, সেখানে অবস্থানরত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিউল আলম চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ দলের ক্রিকেটাররা দ্রুত ফিরে আসবেন। বিসিবির চেয়ারম্যানের সঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের আলোচনা হয়েছে। আজ-কালের মধ্যে ক্রিকেটাররা দেশে ফিরবেন।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
এনইউ/টিএ
আরও পড়ুন
** এমন অভিজ্ঞতার মুখে আগে পড়িনি: মুশফিক
** ক্রাইস্টচার্চ টেস্ট বাতিল, ফিরে আসছে বাংলাদেশ দল
** ম্যানিফেস্টোতে ‘সন্ত্রাসী হামলা’ লিখেছেন হামলাকারী
** ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় প্রধানমন্ত্রীর শোক
** ‘সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারলে খেলতে যাবে বাংলাদেশ’
** ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহত ৬, অক্ষত বাংলাদেশ দল
** ক্রাইস্টচার্চে হামলায় দুই বাংলাদেশি নিহত: হাইকমিশনার
** ক্রাইস্টচার্চে মসজিদে হামলা, নামাজে গিয়েছিলেন তামিমরা
** ম্যানিফেস্টোতে ‘সন্ত্রাসী হামলা’ লিখেছেন হামলাকারী
** স্কুলে আটকা পড়েছেন নিউজিল্যান্ডের খেলোয়াড়
** ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলা, নিহত ৪০