শুক্রবার (১৫ মার্চ) দুপুরে বরিশাল র্যাব-৮ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন-সদর থানার খাজুরতলা এলাকার মৃত নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে মো. হুমায়ন হাওলাদার (৩৬) ও একই থানার বড়লবনগোলা এলাকার রহমান গাজীর ছেলে হালিম গাজী (২৫)।
র্যাব জানায়, বৃহস্পতিবার (১৪ মার্চ) দিনগত রাতে সদর থানার উত্তর বড় লবণগোলা (বাধঘাট) গ্রামে অভিযান চালিয়ে মো. হুমায়ন হাওলাদার ও হালিম গাজীকে আটক করা হয়। এসময় তাদের তল্লাশি করে তিনটি দেশীয় তৈরি একনালা ওয়ান শ্যুটারগান ও ১৩ রাউন্ড ১২ বোর বন্দুকের গুলি উদ্ধার করা হয়।
র্যাব আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। দীর্ঘদিন যাবৎ জেলার বিভিন্ন অঞ্চলে ডাকাতি কার্যক্রম করে আসছে বলেও জানিয়েছে তারা।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
এমএস/ওএইচ/