ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নিউজিল্যান্ডের বাংলাদেশিদের শান্ত থাকতে বলেছে হাইকমিশন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
নিউজিল্যান্ডের বাংলাদেশিদের শান্ত থাকতে বলেছে হাইকমিশন অস্ট্রেলিয়ার বাংলাদেশ হাইকমিশন লোগো

ঢাকা: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় সেখানে অবস্থানরত বাংলাদেশিদের শান্ত থাকার জন্য অনুরোধ করেছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার (১৫ মার্চ) ক্যানবেরার হাইকমিশন থেকে এই অনুরোধ করা হয়। 

ক্যানবেরা হাইকমিশনের এক জরুরি সতর্ক বার্তায় ক্রাইস্টচার্চে হামলার পরিপ্রেক্ষিতে নিউজিল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিদের শান্ত থাকার জন্য আহ্বান জানানো হয়। একইসঙ্গে সেখানে জনসমাগমের স্থান এড়িয়ে ও দেশটির পুলিশের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

সেখানে অবস্থানরত বাংলাদেশিদের জরুরি প্রয়োজনে ক্যানবেরা হাইকমিশনের কাউন্সিলর ফরিদা ইয়াসমিন (ফোন +৬১৪২৪৪ ৭২৫৪৪) ও নিউজিল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান ভূইয়ার (ফোন+৬৪২১০২৪৬৫৮১৯) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

উল্লেখ্য, নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় ২ বাংলাদেশিসহ ৪৯ জন প্রাণ হারিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ১৫ মার্চ, ২০১৯  
টিআর/আরআর     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।