ক্যানবেরা হাইকমিশনের এক জরুরি সতর্ক বার্তায় ক্রাইস্টচার্চে হামলার পরিপ্রেক্ষিতে নিউজিল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিদের শান্ত থাকার জন্য আহ্বান জানানো হয়। একইসঙ্গে সেখানে জনসমাগমের স্থান এড়িয়ে ও দেশটির পুলিশের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
সেখানে অবস্থানরত বাংলাদেশিদের জরুরি প্রয়োজনে ক্যানবেরা হাইকমিশনের কাউন্সিলর ফরিদা ইয়াসমিন (ফোন +৬১৪২৪৪ ৭২৫৪৪) ও নিউজিল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান ভূইয়ার (ফোন+৬৪২১০২৪৬৫৮১৯) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় ২ বাংলাদেশিসহ ৪৯ জন প্রাণ হারিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ১৫ মার্চ, ২০১৯
টিআর/আরআর