ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভোক্তা অধিকার দিবসে বরিশালে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
ভোক্তা অধিকার দিবসে বরিশালে র‌্যালি ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালি, ছবি: বাংলানিউজ

বরিশাল: বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বরিশালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১৫ মার্চ) সকাল ১০ টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বর থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজে গিয়ে শেষ হয়।

 

পরে সার্কিট হাউজের হলরুমে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি) মো. মোশাররফ হোসেন, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।  

র‌্যালি ও আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিরা অংশ নেয়।

বাংলা‌দেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।