ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে অস্ত্র-গুলিসহ ছিনতাইকারী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
রাজশাহীতে অস্ত্র-গুলিসহ ছিনতাইকারী আটক

রাজশাহী: রাজশাহীতে অস্ত্র ও গুলিসহ রায়হানুল ইসলাম ওরফে সুমন (২৪) নামে এক পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৪ মার্চ) দিনগত রাতে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাকে আটক করে। এসময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়।

সুমন মহানগরের দাসপুকুর ব্যাংক কলোনীর আলমগীর হোসেনের ছেলে।  

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম জানান, রাতে ডিবি পুলিশের একটি দল রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ সুমনকে আটক করে। সুমন একজন পেশাদার ছিনতাইকারী। এর আগেও তিনি আগ্নেয়াস্ত্রসহ আটক হয়েছিলেন। এবারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।